কলকাতাখবররাজ্য

বকেয়া ডিএ-র দাবিতে এবার সরকারের সঙ্গে ডিজিটাল অসহযোগিতার পথে কর্মীরা

অবস্থান, অনশনের পর আরও আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন ডিএ আন্দোলনকারীরা। এবার ডিজিটাল অসহযোগিতার পথে হাঁটতে চলেছেন তাঁরা। আগামিকাল অর্থাৎ শনিবার থেকেই এই নয়া পদক্ষেপের সিদ্ধান্ত আন্দোলনকারী সরকারি কর্মীদের।

কী এই ডিজিটাল অসহযোগিতা? আন্দোলনকারীরা জানান, সরকারি কর্মীদের বহুক্ষেত্রেই অফিসের পর কাজ করতে হয়। বিশেষত মিড ডে মিলের খতিয়ান জমা দেওয়ার ক্ষেত্রে বাড়ি বসে কাজ করতে হয় শিক্ষকদের।

সেক্ষেত্রে সরকারের তরফে না দেওয়া হয় কম্পিউটার। আর ইন্টারনেটের বন্দোবস্ত তো দুরস্ত। বহুক্ষেত্রেই তাঁদের নিজস্ব ফোন এবং ডেটা ব্যবহার করতে হয়। তবে এবার আর তাঁরা এসব করবেন না বলেই সাফ জানিয়েছেন আন্দোলনকারীরা।

ঊর্ধ্বতনদের তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও সকলকে বেরিয়ে আসার অনুরোধ আন্দোলনকারীদের। রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের ডিজিটাল অসহযোগিতার প্রভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কোনও সমস্যা তৈরি হবে না তো!

এই আশঙ্কায় অভিভাবকরা। যদিও আন্দোলনকারীদের আশ্বাস, উচ্চমাধ্যমিক পরীক্ষাকে এই আওতা থেকে বাদ রাখা হয়েছে।

ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন

About author

Articles

সমাজ ও সংস্কৃতির বাংলা আন্তর্জাল পত্রিকা ‘নিবিড়’। বহুস্বর এবং জনগণের সক্রিয়তা আমাদের রাজনৈতিক অবস্থান।
নিবিড় ডেস্ক
Related posts
মনন-অনুধাবনরবিবারের কলম

বাংলার গ্রামীণ কর্মসংস্থান নিয়ে কি আমরা ভাবছি?

হাতে হাতে কাজ চাই,পাতে পাতে ভাত চাইজাত ধৰ্ম বাদ দে,ভুখা পেটে ভাত দে। ওরা বলছে, বলবেই তো। কাজ পায়নি যে ওরা। ওদের হয়ে বলছে অন্য কেউ? তাও মানতে বাধা নেই। ওদের আর আছে কে? অথচ,…
Read more
মনন-অনুধাবনরবিবারের কলম

ছড়িয়ে পড়ছে দিকে দিকে ভাষা সন্ত্রাস

জন্ম এদেশেই, তবু আতঙ্কে দিন কাটে। বিজেপিমুক্ত বা কংগ্রেসমুক্ত ভারত নয়। আমাকে বা আমাদের ভয় দেখায় শয়নে-স্বপনে দেশের রাজনীতির ভাষা। আমরা সন্ত্রস্ত। গোলা-বন্দুকের ভয়ে নয়, আমরা সন্ত্রস্ত রাজনীতির ভাষায়। ছড়িয়ে পড়ছে দিকে দিকে ভাষা সন্ত্রাস।…
Read more
কলকাতাখবররাজ্য

সরকারি ফতোয়া উপেক্ষা করেই চলছে ডিএ-র দাবিতে ধর্মঘট, ফাঁকা অধিকাংশ অফিস

মহার্ঘভাতার দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছিল। তা রুখতে বৃহস্পতিবার কড়া নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। কিন্তু তাতে কাজ হল না। রাজ্যের সব সরকারি অফিসে ধর্মঘটে অনড় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীরা। অতিরিক্ত…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *