শিয়রে পঞ্চায়েত ভোট। আর সে কথা মাথায় রেখেই আগামী তিন মাসের মধ্যে ১২ লক্ষেরও বেশি পড়ুয়ার কাছে সবুজ সাথীর সাইকেল পৌঁছে দেওয়ার নির্দেশ দিল নবান্ন। ইতিমধ্যেই উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল পাওয়ার জন্য একটি সরকারি পোর্টাল রয়েছে। সেখানেই পড়ুয়াদের নাম নথিভুক্ত করা হয়। এই পোর্টালের মাধ্যমেই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সবুজ সাথীর অষ্টম দফায় মোট ১২ লক্ষ ২৭ হাজার ৪৮৭ পড়ুয়াকে সাইকেল দেওয়া হবে। সাধারণত নবম শ্রেণির পড়ুয়ারাই সাইকেল পায়। নির্দেশিকায় বলা হয়েছে, আগামী পাঁচ থেকে সাতদিনের মধ্যেই সাইকেল বিলির প্রক্রিয়া শুরু করে দিতে হবে।
নবান্ন সূত্রে খবর, রাজ্যজুড়ে ৬১৫টি জায়গা থেকে সবুজ সাথীর সাইকেল দেওয়া হবে রাজ্যের ৮৭৬৩টি স্কুলকে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এই সাইকেল বিলির কাজ শেষ করার জন্য জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেকটি জেলাকে যাতে আগামী ২০ ডিসেম্বরের মধ্যেই ৪ হাজার করে সাইকেল পাঠানো যায় সেটা জেলাশাসকদের জানানো হয়েছে।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
