রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকার। শনিবার তৃণমূলের পক্ষ থেকে টুইট করে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, জন পরিষেবায় ৪২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জহরকে রাজ্যসভায় প্রার্থী করছে তারা।
ওই ট্যুইটে বলা হয়েছে, “আমরা শ্রী জহর সরকারকে রাজ্যসভার জন্য মনোনীত করতে পেরে আনন্দিত। জীবনের ৪২ বছর জহর সরকার জনসেবার কাজ করেছেন। প্রসারভারতীতে দীর্ঘসময় সিইও পদে আসীন ছিলেন তিনি। সাধারণ মানুষের সেবায় তাঁর যে অমূল্য অবদান, তা ভবিষ্যতেও আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।” আলাপন বন্দ্যোপাধ্যায় কাণ্ডে জহর সরকারের অবস্থান ছিল সরাসরি কেন্দ্র বিরোধী। আলাপন বন্দ্যোপাধ্যায়ের তথা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ নিয়ে সরাসরি কলম ধরেছিলেন তিনি। তিনি স্পষ্টই বলেছিলেন, আলাপন বন্দ্যোপাধ্যায় এর বদলির রুচিসম্মত নয়. আইনসম্মতও নয়। রাজনৈতিক মহলের মত পাশে থাকারই পুরস্কার পেলেন জহর সরকার। ১২ ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্যসভা সাংসদপদ থেকে পদত্যাগ করেন দীনেশ ত্রিবেদীর, তাঁর ছেড়ে যাওয়া আসনে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ আগস্ট ওই আসনে উপ-নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়েছে।
এতদিন রাজনৈতিক শিবিরের গুঞ্জন ছিল তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হিসেবে বিবেচিত নাম যশবন্ত সিং। পিএসি পদ নিয়ে ডামাডোলের মাঝে অনেকে আবার মুকুল রায়ের নামটি এগিয়ে রাখছিল। বলা হচ্ছিল, দলত্যাগ বিরোধী আইন নিয়ে বিজেপি যেভাবে মাঠে নেমেছে তার আঁচ এড়াতেই মুকুল রায়কে রাজ্যসভায় নিয়ে আসতে পারে তৃণমূল। কিন্তু বলাই বাহুল্য সেসব জল্পনায় জল ঢেলে দিচ্ছে তৃণমূলের এই ঘোষণা।
নিবিড় ডেস্ক

