চলন্ত ট্রেনে পরিযায়ী শ্রমিকদের জাতিগত পরিচয়কে কেন্দ্র করে মারধর ও হেনস্থার অভিযোগ তামিলনাড়ুর বাসিন্দা ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে গেছে, যেখানে দেখা যাচ্ছে ভিড়ে ঠাসা ট্রেনের ভিতর বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে মারধর করছেন এক ব্যক্তি।
তাঁকে ওই শ্রমিকদের জিজ্ঞেস করতে শোনা যাচ্ছে, ‘তামিল না হিন্দি?’ অর্থাৎ ওই শ্রমিকরা জাতি পরিচয়ে তামিল নাকি হিন্দিভাষী তা বোঝার চেষ্টা করছিলেন ওই ব্যক্তি। তাঁকে শ্রমিকদের মারধর করতেও দেখা গেছে ভিডিওতে।
তিনি ক্রমাগত বলে যান, পরিযায়ী শ্রমিকদের জন্যই তামিলনাড়ুতে স্থানীয় মানুষজন কাজ পাচ্ছেন না। সহযাত্রীরা ওই ব্যক্তিকে বারবার থামানোর চেষ্টা করলেও কোনও কথায় কান দেননি তিনি।

সূত্রের খবর, সোশ্যাল মিডিয়া ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পরেই তো চোখে পড়ে তামিলনাড়ুর রেল পুলিশের। এরপরেই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
তামিলনাড়ু রেলওয়ে পুলিশের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িতদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে রেলের তরফে।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
