ফের পরীক্ষায় করোনার কোপ। জুনে হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা, পরে নতুন পরীক্ষাসূচি ঘোষণা করা হবে। শনিবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে তিনি বলেন,‘‘ মে মাসে পরীক্ষা নেই। পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিক্ষা দফতর আলাদা করে জানিয়ে দেবে।’’
করোনাভাইরাস এবং বিধানসভা ভোটের জন্য এবার মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১ জুন থেকে মাধ্যমিক এবং ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহে রাজ্যে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা মাধ্যমিক আদৌও হবে কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। মাধ্যমিক বাতিল বা স্থগিত হলে উচ্চমাধ্যমিকও পিছিয়ে যাবে বলে জানিয়েছিল উচ্চশিক্ষা সংসদও। এবার রাজ্যের তরফে দুটি পরীক্ষাই আপাতত স্থগিত রাখার ঘোষণা করা হল। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
যদিও মুখ্যসচিবের সেই আশ্বাসে মোটেও পুরোপুরি উৎকণ্ঠা কাটছে না পড়ুয়া ও অভিভাবকদের। তাঁদের বক্তব্য, পরিস্থিতি কঠিন হলেও পরীক্ষার প্রস্তুতি কার্যত হচ্ছে না। মারণ ভাইরাসের বাড়বাড়ন্তের মাঝেই পরীক্ষা বাতিলের পথে হেঁটেছিল আইসিএসই, সিবিএস ই বোর্ড। তাঁরা অবশ্য দশম শ্রেণির পরীক্ষাও বাতিল করেছিল।
নিবিড় ডেস্ক
