রাস্তার বেহাল দশা। যত্রতত্র গর্ত। পথচারীদের নাজেহাল দশা হয় রোজ। এই রাস্তা পার করার সময়েই বাইক থেকে পড়ে পা ভেঙে যায় এক বৃদ্ধের। বর্তমানে একেবারে শয্যাশায়ী। দাদুর দুর্ঘটনার পরেই রাস্তা মেরামতের জন্য উদ্যোগী হল ১৩ বছরের এক পড়ুয়া।
ঘটনাটি ঘটেছে পুদুচেরিতে। অষ্টম শ্রেণির পড়ুয়ার নাম মাসিলামণি। স্থানীয় সূত্রে খবর, পুদুচেরি-পাথুকান্নু রোডে বাইক দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হন। পা ভেঙে যায় তাঁর।
হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীনই তাঁর নাতি ওই রাস্তা মেরামতের জন্য উদ্যোগী হয়। একা একাই ইট-বালি-সিমেন্ট জোগাড় করে রাস্তার গর্ত বুজিয়ে দেওয়ার চেষ্টা করে সে।
স্থানীয়রা জানান, গত ৭ বছর ধরেই এই রাস্তার এমন দুর্দশা। অভিযোগ জানানোর পরেও তা ঠিক হয়নি। এই পরিস্থিতিতেই দুর্ঘটনার কবলে পড়েন ওই বৃদ্ধ।
মাসিলামণি জানিয়েছেন, ‘আমি চাই আর কেউ যেন আমার দাদুর মত দুর্ঘটনার কবলে না পড়েন।’ সেই কারণেই গ্রামে ঘুরে ঘুরে বালি, সুরকি এবং ইট জোগাড় করে রাস্তা মেরামতের চেষ্টা করে সে।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
