খবরদেশ

“হিন্দু পুরাণেও ধর্ষণের উল্লেখ আছে”, বিতর্কিত মন্তব্য করে সাসপেন্ড আলিগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের  এক অধ্যাপককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। হিন্দু পুরাণেই ধর্ষণের উদাহরণ পাওয়া যায়, এমনই দাবি করেছিলেন ড. জিতেন্দ্র কুমার নামের ওই অধ্যাপক।

মেডিক্যালের এক বিভাগে পড়াতে গিয়ে জিতেন্দ্র একটি প্রেজেন্টেশন তৈরি করেন। সেখানেই তিনি হিন্দু পুরাণ থেকে ধর্ষণের উদাহরণ দিয়েছিলেন। সেই স্লাইড দেখে তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তোলেন ছাত্র এবং শিক্ষকদের একাংশ। যদিও ঘটনার পরে নিঃশর্ত ভাবে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত অধ্যাপক। তিনি বলেছেন, ‘আমি কোনও ধর্ম বা কোনও ধর্মীয় সম্প্রদায়কে আঘাত দিতে চাইনি। আমার এই প্রেজেন্টেশনের উদ্দেশ্য ছিল সকলকে বোঝানো, যে ধর্ষণ বহুদিন ধরেই আমাদের সমাজে রয়েছে।’

আলিগড় বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, ‘তাঁর এই প্রেজেন্টেশন ছাত্র, কর্মচারী এবং নাগরিকদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর থেকে জবাব তলব করা হয়েছে।’ ঘটনার বিশদ তদন্ত করার জন্য ইতিমধ্যেই দুই সদস্যের তদন্তকারী দল তৈরি করা হয়েছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের তরফে। যতদিন পর্যন্ত তদন্ত শেষ না হয়, ততদিন পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে ড. জিতেন্দ্র কুমারকে।

ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন

About author

Articles

সমাজ ও সংস্কৃতির বাংলা আন্তর্জাল পত্রিকা ‘নিবিড়’। বহুস্বর এবং জনগণের সক্রিয়তা আমাদের রাজনৈতিক অবস্থান।
নিবিড় ডেস্ক
Related posts
খবরদেশবিনোদন

বিবিসি-র তথ্যচিত্র দেখানোয় যুক্ত থাকার জেরে দুই ছাত্রকে পরীক্ষায় বসতে বাধা বিশ্ববিদ্যালয়ের

বিবিসি’র তথ্যচিত্র প্রদর্শনে যুক্ত থাকার দায়ে দুই পড়ুয়াকে পরীক্ষায় বসতে দিল না দিল্লি বিশ্ববিদ্যালয়। এমনকি, দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য ‘সাসপেন্ড’ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে, গত ২৭ জানুয়ারি, দিল্লি বিশ্ববিদ্যালয়ের…
Read more
কলকাতাখবরখেলাদেশবিদেশরাজ্য

আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গে কলকাতার অধ্যাপক! মাউন্ট কিলিমাঞ্জারো জয় বাঙালির

আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারোতে ভারতের পতাকা গেঁথে দিলেন কলকাতার ফাল্গুনী দে। ৫৮৯৫মিটার এই শৃঙ্গ জয়ের মধ্যে দিয়ে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করলে তিনি। এখানেই শেষ নয়, গলা ছেড়ে…
Read more
কলকাতাখবররাজ্য

সেন্ট জেভিয়ার্স কাণ্ডে জনরোষ! বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ, উপাচার্যের পদত্যাগের দাবি

সোশ্যাল মিডিয়ায় কলকাতার সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি এখন আতস কাচের তলায়। এক অধ্যাপিকার ইনস্টাগ্রাম ছবির ভিত্তিতে তাঁকে চাকরি ছাড়তে বাধ্য করার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। শিক্ষিকা জানিয়েছেন, ইউনিভার্সিটি তাঁর বিরুদ্ধে আপত্তিকর এবং অশ্লীল ছবি পোস্টের…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *