ভোট মিটতেই জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী মূল্যে ফের নাজেহাল অবস্থা দেশবাসীর। বাংলা-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের ফল ঘোষণার পর গত মঙ্গলবার থেকেই চড়তে শুরু করেছে পেট্রল-ডিজেটের দাম। এই নিয়ে টানা তিনদিন বাড়ল দাম। এদিন সারা দেশে লিটার প্রতি পেট্রলের দাম ১৪-১৯ পয়সা ও ডিজেলের দাম ২০-২১ পয়সা বেড়েছে। বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম ছিল যথাক্রমে ৯০.৯২ টাকা ও ৮৩.৯৮ টাকা।
পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরির বিধানসভা নির্বাচনের আগে গত ২৩ ফেব্রুয়ারি ভারতে শেষবার পেট্রল ও ডিজেলের খুচরো দাম বেড়েছিল। রবিবার ভোটের ফল বেরনোর পরেই মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি পেট্রল ও ডিজেলের দাম ১৪ ও ১৭ পয়সা বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৯০.৭৬ টাকা ও ৮৩.৭৮ টাকা। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এখন অব্যাহত থাকবে এবং তার জেরে ভারতে পেট্রল, ডিজেলের খুচরো দর আরও বাড়বে। পাশাপাশি, বিধানসভা নির্বাচনের সময় ভারতের বাজারে তেলের দাম কৃত্রিমভাবে কম রাখার জন্য রাষ্ট্রায়ত্ত তেল বিপণনকারী সংস্থাগুলির যে লোকসান হয়েছে, তা পূরণ করতে তারা আগামী বেশ কিছুদিন পেট্রল, ডিজেলের দাম বাড়ানোর পথে হাঁটতে পারে বলে তাঁদের ব্যাখ্যা।
তবে দাম বৃদ্ধি এবার হতে পারে চড়া হারে। কারণ, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে এপ্রিলে পেট্রল, ডিজেলের চাহিদা কমলেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনীতি ক্রমশ স্বাভাবিক ছন্দে ফেরার জন্য তেলের চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী। গত কয়েক দিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দু’শতাংশের বেশি বেড়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে যাতায়াত সংক্রান্ত নিষেধাজ্ঞা আরও শিথিল হতে পারে এই আশায় আরও দাম বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।
ফলে, আপামর ভারতবাসীর সঙ্কটে পড়ার আশঙ্কা আরও তীব্র হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমাতে বিভিন্ন রাজ্যে আংশিক লকডাউন চলায় অর্থনৈতিক কর্মকাণ্ড এখনও স্বাভাবিক নয়। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার জানিয়েছেন, মোট দেশবাসীর ৫০ শতাংশের টিকাকরণ না হওয়া পর্যন্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হবে না এবং তা হতে হতে চলতি বছরের ডিসেম্বর গড়াতে পারে। তার উপর আংশিক লকডাউনে দেশে এক মাসেই কর্মহীন হয়ে পড়েছেন ৭৫ লক্ষ মানুষ। খাদ্যপণ্য ও জিনিসপত্রের দাম বেড়ে চলেছে রোজই, ফলে এই অবস্থায় দাম বৃদ্ধি সেই আগুনের ঘি ঢালল বলে মনে করছেন অনেকে।
নিবিড় ডেস্ক
