ভাত কেড়েছিল দেশের ২৫টি প্রেক্ষাগৃহ মালিকের। ছবি তৈরি বন্ধ, তাই বন্ধ হয়ে গিয়েছিল হলগুলোও। মাথায় হাত পড়েছিল মালিকদের। শাহরুখ ফিরতেই তাঁদের মুখে খুশির হাসি। সবটাই ‘পাঠান’-এর দৌলতে। খবর, এই ছবির জেরেই ২৫টি প্রেক্ষাগৃহ নতুন করে খুলতে চলেছে।
রাজস্থানের ৭টি, মুম্বই, মহারাষ্ট্র, গোয়া, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের ১০টি প্রেক্ষাগৃহ তালিকায় রয়েছে। সমস্ত হলমালিক এবং কলাকুশলীদের ‘দোয়া’ তাই ইতিমধ্যেই নায়কের রক্ষাকবচ। রাজস্থানে যেসব হলগুলি কোভিডের পর প্রথমবার খুলছে সেগুলি হল, কোহিনূর সিনেমা (সুরাটগড়), জেম সিনেমা (জয়পুর), গীতা টকিজ (হিদুয়া), সঙ্গম সিনেমা (খান্ডেলা), ড্রিমলাইট সিনেমা (সুজানগড়), প্রকাশ টকীজ (নওয়ালগড়), জেআরসি মুভি প্যালেস (ফতেপুর)। উত্তরপ্রদেশে খুলছে জ্ঞান সিনেমা (মহমদাবাদ), কার্নিভাল টিজিআইপি সিনেমা (নয়ডা), পিডিআর সিনেমা (বারাণসী) এম সিনেমা (বিন্দকি), কবিতা সিনেমা (লোনি), রমা সিনেমা (জৌনপুর), সিনেসাইন সিনেমা (টিব্রামাউ), জেসি প্যালেস সিনেমা (বাদাউন), কপিল সিনেমা (মাওয়ানা), মধুবন সিনেমা (দশনা), রাজকরণ সিনেমা (এলাহাবাদ)।
মধ্যপ্রদেশে খুলছে প্রভাত টকীজ (বীণা), জ্যোতি সিনেমা (ইন্দোর)। মহারাষ্ট্রে খুলছে কার্নিভাল আর মল (মুলুন্দ মুম্বই), প্রভার টকীজ (গোন্ডিয়া)। এছাড়াও গোয়ায় সিনেকমলা (পোন্ডা), ছত্তিশগড়ে লাজবন্তী টকীজ (বিশ্রামপুর) এবং উত্তরাখন্ডে এসজিএল হেরিটেজ সিনেমা (আলমোড়া) খুলছে বলে জানা গিয়েছে। তবে ‘পাঠান’ যে বক্স অফিসে ঝড় তুলতে চলেছে, রেকর্ড অগ্রিম বুকিংয়ের হিসেবে তেমন ইঙ্গিত মিলেছে। বক্স-অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ জানিয়েছেন, রবিবার বিকেল পর্যন্ত ‘পাঠান’ ছবির তিন লক্ষেরও বেশি টিকিট বুক হয়ে গিয়েছে।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
