‘ঢুলি’ ছবির কথা মনে পড়ে কি ? আর সেই ছবির অসামান্যা দুই নায়িকাকে? মালা সিনহা কিন্তু ব্যতিক্রমী সেইসব বাংলা ছবির নায়িকাদের মধ্যে পড়েন যিনি একাধারে সফল উত্তম-নায়িকা তো ছিলেনই এবং কাজ করেছেন সুচিত্রা সেনের সঙ্গেও। মহানায়িকা সুচিত্রা সেনের পরলোক গমনের পর প্রখ্যাত অভিনেত্রী মালা সিনহার স্মৃতিচারণ –
আরো পড়ুন : লক্ষ্মীর সরা ও পটের উদ্ভব হয় পূর্ববঙ্গে
“আজকের দিনটা গোটা বাংলা ছবির ইন্ডাস্ট্রির কাছেই খুব শোকের দিন। আরও একটা যুগের অবসান হয়ে গেল। আমরা দুটো ছবিতে একসঙ্গে কাজ করি। তখনই ওঁর সঙ্গে আলাপ। তবে ওই আলাপটুকুই ছিল। পিনাকী মুখোপাধ্যায়ের ‘ঢুলি’ ছবিতে প্রথম একসঙ্গে অভিনয়। পরে আরও একটা ছবিতে কাজ করেছি তবে নাম মনে পড়ছে না এখন। তবে দুটো ছবিতেই একসঙ্গে আমাদের দৃশ্য খুব কম ছিল। ফলে আর হৃদ্যতা গড়ে ওঠেনি। অন্যদিকে উত্তমকুমারের বিপরীতে অনেকগুলো ছবিতে আমি কাজ করেছি। তাঁর সঙ্গে আন্তরিক একটা সম্পর্ক ছিল।”
আরো পড়ুন : বিশ্বের সব দেশ দ্রুততম ভ্রমণের রেকর্ড করেছেন বেণী প্রসাদ
“আমি কিন্তু জুটি বলে কোন কিছু মানি না। যে যখন যাঁর বিপরীতে অভিনয় করতেন, তাঁরাই জুটি। তবে উত্তম-সুচিত্রার জুটি নিয়ে একটা আলাদা উন্মাদনা অবশ্যই ছিল। সেটা দর্শকরাই তৈরি করেছিলেন। তাই এই জুটি নিয়ে কেন, কীসের উন্মাদনা, তাই নিয়ে আমার কোনো কথা বলা উচিত হবে না। আমি শুধু এটুকু বলতে পারি, সুচিত্রা সেন একজন খুব ভালো মনের মানুষ ছিলেন। উনি আমার থেকে বয়সে অনেক বড়ো ছিলেন তাই সেভাবেই আমার সঙ্গে মিশতেন। তার বেশি কিছুই না। ওনার চলে যাওয়ার খবর পেয়ে আমার খুব খারাপ লাগছে।”
সংকলক – উত্তান বন্দ্যোপাধ্যায়
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
