কলকাতাখবরদেশরাজ্যশিল্প-সংস্কৃতিসাহিত্য

একক উদ্যোগে গড়া লাইব্রেরি-গবেষণা কেন্দ্র! লিটল ম্যাগাজিন আন্দোলনের সহযোদ্ধা সন্দীপ দত্ত

‘কৃত্তিবাস’ থেকে শুরু করে ‘চিত্রভাষ’। ‘কৌরব’ থেকে শুরু করে ‘শতভিষা’। বইয়ের তাকে থরে থরে সাজানো জানা-অজানা অজস্র ছোটো পত্রিকা। কথা হচ্ছে লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের সম্পর্কে। কলেজস্ট্রিটের টেমার লেনের এই বাড়ি ছোট পত্রিকার পীঠস্থানই বটে।

১৯৭৮ সালে একক উদ্যোগে এই লাইব্রেরির পথচলা শুরু লিটল ম্যাগাজিন আন্দোলনকর্মী ও লেখক সন্দীপ দত্তের হাত ধরে। লক্ষ্য ছিল বাংলা সাহিত্যের চলমান ইতিহাসকে সংরক্ষণ করা। অসুস্থতার মধ্যেও একনিষ্ঠভাবে সেই কাজটা তিনি চালিয়ে গেছেন বিগত চার দশক ধরে।

শুধু কি লিটল ম্যাগাজিনের সংরক্ষণই নয়। লেখকদেরও দাঁড়াবার একটা জায়গাও করে দিয়েছিলেন তিনি তাঁর মস্তিস্কপ্রসুত লেখক ব্যাঙ্কের মাধ্যমে। তরুণ লেখকদের সাহিত্যের মূলস্রোতে নিয়ে আসতেই এহেন উদ্যোগ নিয়েছিলেন তিনি।

কলকাতা বইমেলা তো বটেই, পাশাপাশি শহরতলি ও প্রান্তিক বিভিন্ন আঞ্চলিক লিটল ম্যাগাজিন মেলাগুলিও অনালোকিত থেকে যেত তাঁকে ছাড়া। কিছুদিন আগে পর্যন্ত নিরলসভাবে তিনি সংগ্রহ করে গিয়েছেন সাম্প্রতিক লিটল ম্যাগাজিনের সংখ্যাগুলি। অপত্যস্নেহে তাদের জায়গা করে দিয়েছেন লাইব্রেরিতে।

নানা শারীরিক অসুস্থতা নিয়েও এমন সাহিত্যসাধনা হয়তো তাঁর পক্ষেই সম্ভব ছিল। পায়ের সমস্যা সত্ত্বেও বন্ধ হয়নি রোজ টেমার লেনের বইঘরে আসা। বিগত কয়েক সপ্তাহ অসুস্থ থাকার পর আজ অমৃতলোকের উদ্দেশ্যে পাড়ি দিলেন লিটল ম্যাগাজিন আন্দোলনের সহযোদ্ধা, সংরক্ষক ও কবি সন্দীপ দত্ত। তাঁর সন্তানসম পত্রপত্রিকাগুলির ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে এখন এগিয়ে আসা উচিত সকলেরই।

ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন

About author

Articles

সমাজ ও সংস্কৃতির বাংলা আন্তর্জাল পত্রিকা ‘নিবিড়’। বহুস্বর এবং জনগণের সক্রিয়তা আমাদের রাজনৈতিক অবস্থান।
নিবিড় ডেস্ক
Related posts
ফিচারমনন-অনুধাবন

সন্দীপ দত্ত সেই ‘সেরিব্রাল’ পাঠকদের একজন, যাঁর ব্যক্তিগত দুনিয়া বৃহৎ-উদার

সন্দীপ দত্তের সঙ্গে প্রথম কথা হয় ২০১৫ সালের কোনো এক বসন্তে। আমি তখন পাটুলির এক মেসে থাকতাম। সেদিন সন্ধেবেলা ‘আঙ্গিক’ পত্রিকা থেকে আমার নম্বর পেয়ে ফোন করেছিলেন এটা জানাতে যে, ‘আঙ্গিক’-এর ঋতুপর্ণ ঘোষ সংখ্যাটি ওঁর…
Read more
খবরদেশবিদেশ

অক্সফোর্ড অভিধানে স্থান পেল ৮০০ ভারতীয় শব্দ, তালিকায় রয়েছে ‘দেশ’, ‘বিন্দাস’

অক্সফোর্ড অভিধানে জায়গা করে নিল মোট ৮০০টি ভারতীয় শব্দ। সেই তালিকায় রয়েছে ‘দেশ’, ‘বিন্দাস’, ‘দিয়া’র মতো বহু ভারতীয় শব্দ। ব্রিটিশ অভিধানের তরফে জানানো হয়েছে, ইংল্যান্ড ও আমেরিকার পর ভারতীয় ইংরাজিকেই গুরুত্ব দেওয়া হয় তাদের তরফে।…
Read more
মনন-অনুধাবনরবিবারের কলম

শীর্ষেন্দু মুখোপাধ্যায় – পাঠক চায় নিজের বয়স ভুলে আরও লিখুন

“মাকড় মারলে ধোকড় হয়, ধোকড় মারলে কী?”এই জাতীয় প্রশ্ন অথবা কতজন ডিন রাস্ককে চেনেন জাতীয় প্রশ্ন করতে শিখিয়েছেন যিনি তিনি বাংলার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক বলে স্বীকৃত। অন্তত একালে – যখন আমাদের মধ্যে নেই আর দেবেশ…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *