তৃষ্ণার্ত__( )__জল দাও
↾চারিদিকে নদী↿
মাংসাশী ~ প্রাণী।পোকামাকড়।গাছ
অভাবী বিক্রিয়া }
[০]মতে
লালরক্ত (±)
অবশিষ্ট আহতো রামধনূ
আর যা যা উদ্বৃত্ত
মন্দির__( )__মসজিদ
প্রার্থনার ↾যোনীগন্ধ↿
প্রিজমটা পড়ে যায় ~ গল্পশেষে
হাত থেকে
ভেঙে // পড়ে
কতো যে অচেনা রং
নিরাকার _______
রাহুল গাঙ্গুলী
ছবি – শ্রেয়ণ

