ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বিবিসি’র বিতর্কিত তথ্যচিত্র নিয়ে শোরগোল তুঙ্গে। অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র। বিভিন্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানও তথ্যচিত্রটি দেখানোয় নিষেধাজ্ঞা জারি করেছে।
দেশের ছাত্র আন্দোলনের আঁতুরঘর বলে পরিচিত শিক্ষা প্রতিষ্ঠান – জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, ক্যাম্পাসে প্রদর্শনী করা যাবে না ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন’-এর।
তবে কর্তৃপক্ষের রক্তচক্ষু উপেক্ষা করে জেএনইউ-র ছাত্র সংসদ ছবিটি দেখাতে বদ্ধপরিকর। অন্যদিকে, জেএনইউয়ের উলটোপথে হেঁটে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে দেখানো হয়েছে ‘ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন’।
গত মঙ্গলবার সম্প্রচার হয় বিবিসি’র তৈরি এই সিরিজের প্রথম পর্ব। যার বিষয়বস্তু গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির সময়কাল এবং যাবতীয় বিতর্ক। কিন্তু পরদিনই তা ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়। দ্বিতীয় পর্ব আজ সম্প্রচারিত হওয়ার কথা।
BBC-র সিরিজ অনুযায়ী, নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের সময় ভারতের মুসলিমদের প্রতি তাঁর সরকারের মনোভাব নিয়ে সমালোচনা শুরু হয়েছে, সেটাই এই সিরিজে দেখানো হবে। আর তাতেই আপত্তি কেন্দ্রের। ছবির প্রদর্শনীতে নিষেধাজ্ঞা জারি হয়।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
