‘বাংলার নিজের মেয়ে’। একুশের বঙ্গভোটে এই স্লোগানকেই নিজেদের ট্যাগলাইন বানিয়েছে শাসকদল। আর এবার সেই ডাকে সাড়া দিয়ে তৃণমূলের হয়ে বাংলায় প্রচার করতে মুম্বই থেকে কলকাতায় উড়ে আসছেন ‘বাংলার মেয়ে’ জয়া বচ্চন। সূত্রের খবর, রবিবার সন্ধেবেলায় তিনি নামছেন দমদম বিমানবন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাবেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং ডেরেক ও ব্রায়েন৷ আগের নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার সাড়ে তিনটে নাগাদ তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। তারপর সাড়ে ৫ টায় টালিগঞ্জের হেভিওয়েট তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করবেন অমিতাভপত্নী।
বিজেপির হয়ে রাজ্যে দাপিয়ে প্রচার করছেন মিঠুন চক্রবর্তী৷ তাই এবার মুম্বাইয়েরই আরেক বাসিন্দা বলিউডের এক বিখ্যাত বাঙালি তারকাকে এনে তার পাল্টা জবাব দিতে চাইছে তৃণমূল শিবিরও। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। বচ্চন পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই ভাল৷ এর আগে একাধিকবার কলকাতা চলচ্চিত্র উৎসবের মঞ্চেও একসঙ্গে হাজির হয়েছেন অমিতাভ- জয়া৷ সমাজবাদী পার্টির টিকিটে ২০০৪ সাল থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করছেন জয়া বচ্চন৷ যে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এ রাজ্যের নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকারই বার্তা দিয়েছেন।
শোনা যাচ্ছে, ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত তিনি কলকাতায় থাকতে পারেন। তারই মধ্যেই একাধিক সভা সারবেন। তবে আপাতত সোমবার টালিগঞ্জ অর্থাৎ টলিপাড়ায় রোড শো করবেন জয়া বচ্চন।
নিবিড় ডেস্ক
