রাজধানী বা শতাব্দীর মতো ট্রেনে ইফতারের বন্দোবস্ত করা হয়েছে। যাত্রীরা রোজা রাখলে তাদের ট্রেনেই ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) যাত্রীদের জন্য এই সুবিধের ব্যবস্থা করেছে।
রেল সূত্রে জানা গেছে, এবারই প্রথম এ ধরনের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। সারা দিন রোজা রেখে বিকেল সাড়ে পঁাচটা নাগাদ ধানবাদ স্টেশন থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসে উঠেছিলেন শাহনাজ আখতার। পেশায় সাংবাদিক এই যুবক নিজেই সামাজিক গণমাধ্যম টুইটারে শুনিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। তিনি জানান, শতাব্দী–তে উঠতেই তঁাকে চা অফার করা হয়। উপবাসের কথা জানিয়ে তিনি পরে চা দিতে পাল্টা অনুরোধ করেন। এর পরেই তঁার ছিল অবাক হওয়ার পালা। ঠিক সময় মতো তঁার ইফতারের খাবার পৌঁছে দেন আইআরসিটিসি–র কর্মীরা। নিজের বিস্ময়ের কথা সকলকে জানাতে ভোলেননি শাহনাজ।
এবিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি জানান, আইআরসিটিসি বিষয়টি দেখছেন। কলকাতায় আইআরসিটিসি–র জনসংযোগ আধিকারিক মধুমিতা চ্যাটার্জি জানিয়েছেন, রাজধানী–সহ একাধিক ট্রেনে যাত্রীরা চাইলে তঁারা ইফতারের বন্দোবস্ত রেখেছেন। তবে ভবিষ্যতে অন্যান্য ট্রেনেও ইফতারের বন্দোবস্ত করার কথা ভাবছেন রেলকর্তারা।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
