ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার দরকার নেই। ভারত এখনই হিন্দু রাষ্ট্র। এমনই দাবি করতে দেখা গেল হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবেলকে।
সম্প্রতি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রাহাতায় হিন্দুত্ববাদী সংগঠনগুলির দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সিং বলেন, আহমেদনগর এবং হায়দ্রাবাদ (তেলেঙ্গানার রাজধানী) শহরগুলির নামগুলো বদলে যথাক্রমে অহল্যাবাইনগর এবং ভাগ্যনগর করা হবে।
তিনি বলেন, ‘হিন্দুরা দেশটিকে ‘অখন্ড হিন্দু রাষ্ট্র’ করার দাবি করছে৷ যদি ৫০টির বেশি ইসলামিক দেশ এবং ১৫০টিরও বেশি খ্রিস্টান দেশ থাকতে পারে তবে কেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা যাবে না যেখানে হিন্দুরা তার ১০০ কোটি জনসংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ?’

উল্লেখযোগ্যভাবে, কেন্দ্রীয় সরকার সম্প্রতি ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ‘ছত্রপতি সম্ভাজিনগর’ এবং ওসমানাবাদ শহরের ‘ধারাশিব’ নামকরণের অনুমোদন দিয়েছে। তিনি বলেন, ‘কিছু লোক ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদ শহরের নাম পরিবর্তনে ব্যথিত। আমি এই লোকদের বলতে চাই এটি কেবল শুরু কারণ আহমেদনগরের নাম পরিবর্তনও ঘটবে। এর নাম পরিবর্তন করে অহিল্যাবাইনগর রাখা হবে এবং আহমেদনগর নামটি মুছে ফেলা হবে’।
উল্লেখ্য, এর আগে মোহন ভাগবতকেও বলতে শোনা গিয়েছে, হিন্দুত্ব একটি ধারণা। তিনি বলেছেন, সারা বিশ্বেই হিন্দুত্বই একমাত্র এমন মত, যেখানে বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে হাজার হাজার বছর ধরে। এমনকী, দেশের প্রতিটি নাগরিকই আসলে হিন্দু । এবং প্রতিটি ভারতীয়র ডিএনএ নাকি একই। এমন দাবি করতে দেখা গিয়েছে আরএসএস প্রধানকে। দত্তাত্রেয়ও কার্যত সেকথাই বললেন।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
