খবরদেশ

‘ভারত এখন অখণ্ড হিন্দু রাষ্ট্র’, বিস্ফোরক দাবি আরএসএস নেতার

ভারতকে হিন্দু রাষ্ট্রে রূপান্তরিত করার দরকার নেই। ভারত এখনই হিন্দু রাষ্ট্র। এমনই দাবি করতে দেখা গেল হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবেলকে।

সম্প্রতি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রাহাতায় হিন্দুত্ববাদী সংগঠনগুলির দ্বারা আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে সিং বলেন, আহমেদনগর এবং হায়দ্রাবাদ (তেলেঙ্গানার রাজধানী) শহরগুলির নামগুলো বদলে যথাক্রমে অহল্যাবাইনগর এবং ভাগ্যনগর করা হবে।

তিনি বলেন, ‘হিন্দুরা দেশটিকে ‘অখন্ড হিন্দু রাষ্ট্র’ করার দাবি করছে৷ যদি ৫০টির বেশি ইসলামিক দেশ এবং ১৫০টিরও বেশি খ্রিস্টান দেশ থাকতে পারে তবে কেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা যাবে না যেখানে হিন্দুরা তার ১০০ কোটি জনসংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ?’

উল্লেখযোগ্যভাবে, কেন্দ্রীয় সরকার সম্প্রতি ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ‘ছত্রপতি সম্ভাজিনগর’ এবং ওসমানাবাদ শহরের ‘ধারাশিব’ নামকরণের অনুমোদন দিয়েছে। তিনি বলেন, ‘কিছু লোক ঔরঙ্গাবাদ এবং ওসমানাবাদ শহরের নাম পরিবর্তনে ব্যথিত। আমি এই লোকদের বলতে চাই এটি কেবল শুরু কারণ আহমেদনগরের নাম পরিবর্তনও ঘটবে। এর নাম পরিবর্তন করে অহিল্যাবাইনগর রাখা হবে এবং আহমেদনগর নামটি মুছে ফেলা হবে’।

উল্লেখ্য, এর আগে মোহন ভাগবতকেও বলতে শোনা গিয়েছে, হিন্দুত্ব একটি ধারণা। তিনি বলেছেন, সারা বিশ্বেই হিন্দুত্বই একমাত্র এমন মত, যেখানে বৈচিত্রের মধ্যে ঐক্যের কথা বলা হয়েছে হাজার হাজার বছর ধরে। এমনকী, দেশের প্রতিটি নাগরিকই আসলে হিন্দু । এবং প্রতিটি ভারতীয়র ডিএনএ নাকি একই। এমন দাবি করতে দেখা গিয়েছে আরএসএস প্রধানকে। দত্তাত্রেয়ও কার্যত সেকথাই বললেন।

ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন

About author

Articles

সমাজ ও সংস্কৃতির বাংলা আন্তর্জাল পত্রিকা ‘নিবিড়’। বহুস্বর এবং জনগণের সক্রিয়তা আমাদের রাজনৈতিক অবস্থান।
নিবিড় ডেস্ক
Related posts
মনন-অনুধাবনরবিবারের কলম

ছড়িয়ে পড়ছে দিকে দিকে ভাষা সন্ত্রাস

জন্ম এদেশেই, তবু আতঙ্কে দিন কাটে। বিজেপিমুক্ত বা কংগ্রেসমুক্ত ভারত নয়। আমাকে বা আমাদের ভয় দেখায় শয়নে-স্বপনে দেশের রাজনীতির ভাষা। আমরা সন্ত্রস্ত। গোলা-বন্দুকের ভয়ে নয়, আমরা সন্ত্রস্ত রাজনীতির ভাষায়। ছড়িয়ে পড়ছে দিকে দিকে ভাষা সন্ত্রাস।…
Read more
প্রবন্ধমনন-অনুধাবন

ভারতের সন্ধানে আম্বেদকর – অষ্টম পর্ব

(গত পর্বের পর) উপসংহার: আম্বেদকরবাদ সত্য কারণ ইহা বিজ্ঞান? এই দীর্ঘ প্রবন্ধের শেষ ভাগ পুরোটাই অরবিন্দ শর্মার ২০০৫ সালের একটি লেখা থেকে ধার করা। যেখানে তিনি বিশদে ব্যাখ্যা করেছেন জাতিবাদ-বর্ণবাদ বিশ্লেষণের আদি স্তম্ভ ‘আর্যদের বহিরাগমন…
Read more
প্রবন্ধমনন-অনুধাবন

ভারতের সন্ধানে আম্বেদকর – সপ্তম পর্ব

(গত পর্বের পর) ভারতীয় সমাজতত্ত্ব: সিঁড়ি ভাঙার অতিসরলীকৃত অঙ্ক স্বাধীনতা-পরবর্তী ভারতীয় সমাজতত্ত্ব ইতিহাসনির্ভরতা অর্থাৎ পুঁথি-তাম্রশাসন-শিলাশাসন নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। কিন্তু ভারতজ্ঞানচর্চার ক্ষেত্রে ‘বুক ভিউ’ পুরোপুরি বদলে ফেলে আগাগোড়া ‘ফিল্ড ভিউ’ নেব ভাবা সহজ, করা…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *