ভারতে ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা পরিস্থিতি। দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। দেশে করোনায় দৈনিক সংক্রমণ ফের চার লাখের গণ্ডি পার করল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ২৬২ জন। বুধবার ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ৮২ হাজার ৩১৫। স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের তুলনায় সুস্থের হার গতকালের তুলনায় কম। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১০ লাখ ৭৭ হাজার ৪১০। মোট সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৮৪৪ জন। মোট মৃতের সংখ্যা ২৩ লাখ ১ হাডার ৬৮।এদিকে, বাংলায় করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। ১৮ হাজার ছাড়িয়েছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১০২ জন, মৃত্যু হয়েছে ১০৩ জনের। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৫.৪১ শতাংশ। এছাড়াও গত এক সপ্তাহে বিশ্বের মধ্যে যতজন আক্রান্ত হয়েছেন তার মধ্যে অর্ধেক আক্রান্ত ভারতে, এমনই ভয়ঙ্কর বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা । তবে এতেই শেষ নয়, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যার ২৫ শতাংশই ভারতে।
অন্যদিকে, দেশে আসছে করোনার তৃতীয় ঢেউ এমনটাই সতর্ক করলেন সরকারের শীর্ষ বৈজ্ঞানিক পরামর্শদাতা।তিনি বলেছেন, করোনাভাইরাসের তৃতীয় ঢেউ হবেই। যেভাবে ভাইরাস রূপ বদলেছে, নয়া স্ট্রেনের সঙ্গে যুঝতে হলে ভ্যাকসিনকেও আপডেট করতে হবে।
নিবিড় ডেস্ক
