ব্লেড তৈরি করেছিলেন কিং ক্যাম্প জিলেট। ১৮৯০ সালে তিনি একটি বোতলের ছিপি বানানোর কোম্পানিতে সেলসম্যানের কাজ করতেন। তিনি লক্ষ্য করেন সবাই ব্যবহার করে ছিপি ফেলে দিচ্ছে অথচ এই সামান্য জিনিসটার ওপরেই পুরো কোম্পানি দাঁড়িয়ে আছে। এটা দেখে তিনি ভেবেছিলেন এমন একটা কিছু বানাবেন যা সস্তা হবে আর ব্যবহার করার পর ফেলে দেওয়া যাবে।
সে সময় দাড়ি কাটার জন্য ধারালো অস্ত্র ব্যবহৃত হত। এতে ক্ষতির সম্ভাবনাও থাকত, সময়ও লাগতো বেশি। কিং ক্যাম্প এর বিকল্প কিছু বানানোর পরিকল্পনা করেন। যেমন ভাবা তেমনি কাজ। দুই দিক ধার বিশিষ্ট ব্লেড অবশেষে তৈরি করে ফেললেন, যা দিয়ে নিরাপদে দাড়ি কাটা সম্ভব।
আরো পড়ুন : জলের ময়ূর থাকে গ্রাম বাংলায়, দেখেছেন কি?

সেই সময়ে রেজারের সঙ্গে ব্লেডকে সংযুক্ত করার সময়ে নাটবল্টু ব্যবহার করা হত। সেই কারণেই ব্লেডের মধ্যে ওই নকশা তৈরি করা হতো। সেই নকশা অনুযায়ীই নাটবল্টুর সাহায্যে রেজারে আটকানো হতো ব্লেড। তখন থেকে আজ অবধি সেই নকশাই চলে আসছে। এখন প্রশ্ন উঠতে পারে, অন্য কোম্পানিগুলি যখন ব্লেড বানানো শুরু করল, তারাই বা কেন জিলেটের নকশাই অনুকরণ করতে থাকল? আসলে সেই সময়ে রেজার নির্মাণ করত একমাত্র জিলেটই। ফলে সেই রেজারের সঙ্গে মিলিয়ে ব্লেডের নকশা বানাতে গেলে ওই নকশাই তৈরি করতে হত।
আরো পড়ুন : ‘ব্লুটুথ’ কি আসলেই ‘নীল দাঁত’? নামের উৎস জানেন?
প্রথম দফায় ১৬৫টি ব্লেড বানানো হয়েছিল। তখন ব্লেড মূলত দাড়ি কাটার জন্যই ব্যবহৃত হত। এর পাশাপাশি জিলেট কোম্পানি রেজারও তৈরি করে। ব্লেডের ডিজাইন এমন করা হয়েছিল যাতে রেজারের সাথে সহজেই ফিট হয়ে যায়। তাছাড়া ব্লেডটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে খুব সহজেই তাকে সমান দুই ভাগ করে ফেলাও যায়।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
Image by Thomas Breher from Pixabay
