কলকাতাখবররাজ্য

কলকাতায় মিলল সিরাজের আমলের বিশাল কামান, রাখা হবে নতুন সংগ্রহালয়ে

কলকাতার ইতিহাস কত পুরনো, তা নিয়ে চর্চা লেগেই আছে। কেউ বলেন ৩০০ বছরের ইতিহাসের কথা, কেউ আবার গঙ্গাল জাতি নিয়ে কথা বলেন! এই গঙ্গাল থেকেই নাকি বঙ্গাল, আর বঙ্গাল থেকে বাংলা। জাতির ইতিহাস নাকি প্রায় আড়াই হাজার বছরের পুরনো।

এবার ইতিহাসের সাক্ষর মিলল দমদমের কাছেই। হদিশ মিলল নবাব আমলের কামানের। দমদম যশোর রোডের মোড় থেকে উদ্ধার হল সিরাজের সময়কার কামান। সেই কামানের বিশাল আকার। মাটি খুঁড়ে অনেক চেষ্টা করেও পাঁচ ফুটের পর আর বের করা যায়নি। বাকি অংশ মাটির নীচেই আছে।

রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় জানিয়েছেন, হয়তো মাটির নিচে আরও কিছুটা অংশ রয়েছে। বাকি অংশও তাঁরা মাটি খুঁড়ে বের করবেন। যদি তাই হয়, তাহলে এটিই হবে কলকাতার সবচেয়ে বড় কামান।

সিরাজের আমলের এই কামান সমৃদ্ধ করবে বাংলার ইতিহাস। তিনি আরও জানান, নবাব আমলের ১০ ফুটের কামান কলকাতায় আগে কখনও পাওয়া যায়নি। কামানটি উদ্ধারের পর মিউজিয়ামে সংরক্ষণ করা হবে। সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হবে।

প্রসঙ্গত, রাস্তার ধারে বহুবছর ধরে দেখা যায় এই কামানের সামনের অংশটা। কিন্তু নিচে তা কতটা গভীর তা এতদিন জানা যায়নি। বুধবার সকালে তিনি এবং কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন পৌঁছে যান ঘটনাস্থলে। পুলিশি পাহারায় মাটি খোঁড়া শুরু হয়। অবশেষে মাটির আস্তরণ সরলে সামনে জ্বলজ্বল করে ওঠে সিরাজের আমলের কামান।

ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন

About author

Articles

সমাজ ও সংস্কৃতির বাংলা আন্তর্জাল পত্রিকা ‘নিবিড়’। বহুস্বর এবং জনগণের সক্রিয়তা আমাদের রাজনৈতিক অবস্থান।
নিবিড় ডেস্ক
Related posts
ফিচারমনন-অনুধাবন

যেভাবে সমাজের ভেদাভেদে আঘাত করলেন চৈতন্যদেব

মধ্যযুগীয় বঙ্গভূমিতে শ্রীচৈতন্যের আবির্ভাবে সমাজ পরিবর্তনের নতুন দ্বার উদঘাটন হল। মানুষের সামগ্রিক কল্যাণই ছিল তাঁর উদ্দেশ্য। জীবনে তখন জাতিভেদের সঙ্কীর্ণতা নিয়ে নানা বাধ্যবাধকতা। এমন সময়ে ১৪৮৬ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের ফাল্গুনী দোল পূর্ণিমা তিথির সন্ধ্যায় নবদ্বীপে…
Read more
মনন-অনুধাবনরবিবারের কলম

রাসবিহারী বসুকে আমরা কি ভুলে যাব?

রাসবিহারী এখন বিশেষ পরিচিত নাম অন্তত এই কলকাতা শহরে। রাসবিহারী অ্যাভিনিউ দিয়ে হাঁটতে হাঁটতে বা যেতে যেতে মনে পড়ে কি তাঁর নাম? অথচ, কে না জানে সে বিপ্লবীর নাম। ১৯১১-এর ডিসেম্বরে কলকাতা থেকে রাজধানী সরিয়ে…
Read more
ফিচারমনন-অনুধাবন

ভূপেন্দ্রনাথ দত্ত – স্বাধীনতার অবিচল দিশারী

ভারতে সশস্ত্র বিপ্লব সেভাবে তখনও দানা বাঁধেনি। ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রিটিশ বিরোধী জোরদার কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। এমতাবস্থায় কিছুটা বিরক্ত হয়েই প্রমথনাথ মিত্র মহাশয় গড়ে তুললেন অনুশীলন সমিতি। এই সমিতিতে যোগ দিলেন বেশ কিছু…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *