কলকাতার ইতিহাস কত পুরনো, তা নিয়ে চর্চা লেগেই আছে। কেউ বলেন ৩০০ বছরের ইতিহাসের কথা, কেউ আবার গঙ্গাল জাতি নিয়ে কথা বলেন! এই গঙ্গাল থেকেই নাকি বঙ্গাল, আর বঙ্গাল থেকে বাংলা। জাতির ইতিহাস নাকি প্রায় আড়াই হাজার বছরের পুরনো।
এবার ইতিহাসের সাক্ষর মিলল দমদমের কাছেই। হদিশ মিলল নবাব আমলের কামানের। দমদম যশোর রোডের মোড় থেকে উদ্ধার হল সিরাজের সময়কার কামান। সেই কামানের বিশাল আকার। মাটি খুঁড়ে অনেক চেষ্টা করেও পাঁচ ফুটের পর আর বের করা যায়নি। বাকি অংশ মাটির নীচেই আছে।
রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় জানিয়েছেন, হয়তো মাটির নিচে আরও কিছুটা অংশ রয়েছে। বাকি অংশও তাঁরা মাটি খুঁড়ে বের করবেন। যদি তাই হয়, তাহলে এটিই হবে কলকাতার সবচেয়ে বড় কামান।

সিরাজের আমলের এই কামান সমৃদ্ধ করবে বাংলার ইতিহাস। তিনি আরও জানান, নবাব আমলের ১০ ফুটের কামান কলকাতায় আগে কখনও পাওয়া যায়নি। কামানটি উদ্ধারের পর মিউজিয়ামে সংরক্ষণ করা হবে। সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হবে।
প্রসঙ্গত, রাস্তার ধারে বহুবছর ধরে দেখা যায় এই কামানের সামনের অংশটা। কিন্তু নিচে তা কতটা গভীর তা এতদিন জানা যায়নি। বুধবার সকালে তিনি এবং কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন পৌঁছে যান ঘটনাস্থলে। পুলিশি পাহারায় মাটি খোঁড়া শুরু হয়। অবশেষে মাটির আস্তরণ সরলে সামনে জ্বলজ্বল করে ওঠে সিরাজের আমলের কামান।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
