খবরদেশ

ধর্মীয় মেলায় ব্যবসার অধিকার নেই মুসলিমদের, কর্ণাটকে বয়কটের ডাক হিন্দুত্ববাদীদের

ধর্মীয় মেলায় ব্যবসা করতে পারবেন না মুসলিম দোকানদারেরা। এই দাবিতে এর আগেও আন্দোলন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। এবার ফের একইভাবে বয়কটের জিগির তুলেছে তারা। কর্ণাটকে একটি ধর্মীয় মেলার আবহে আবারও সেই পুরনো সুর তুলে হিন্দুত্ববাদীদের দাবি, মেলায় কোনও মুসলিম ব্যবসায়ীকে প্রবেশ করতে দেয়া যাবে না। এমনকি এই মর্মে নিষেধাজ্ঞা জারি করতে হবে জানিয়ে স্থানীয় ডিস্ট্রিক্ট কালেক্টরকেও স্মারকলিপি দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

জানা গিয়েছে, কর্ণাটকের একটি জনপ্রিয় মেলা ঘিরেই বিরোধের সূত্রপাত। সাধারণত অধিকাংশ মেলাই আয়োজিত হয় কোনও না কোনও ধর্মীয় উৎসবকে ঘিরে। এই মেলাটিও তার ব্যতিক্রম নয়। কর্ণাটকের টুমকুর জেলায় গুব্বি শ্রী চান্নাবাসবেশ্বর মন্দিরকে কেন্দ্র করে প্রত্যেক বছর গুব্বি শ্রী চান্নাবাসবেশ্বর মহোৎসবের আয়োজন করা হয়। আর সেই উপলক্ষেই মেলা বসান স্থানীয় ব্যবসায়ীরা।

যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার ধর্মীয় মেলার মুসলিম ব্যবসায়ীদের প্রবেশ করার ইস্যুতে কট্টর মনোভাব প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ। এমনকি চলতি বছরেই জানুয়ারি মাসে কর্ণাটকেরই দক্ষিণ কন্নড় জেলায় একইরকম ঘটনা ঘটে। সেখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ঘিরে আয়োজিত মেলায় এক মুসলিম দোকানদারকে দোকান তুলে নিতে বাধ্য করা হয়েছিল। হিন্দু ধর্মের কোনও ধর্মীয় উৎসবে যাতে ব্যবসার সূত্রেও মুসলিমদের প্রবেশ করতে দেয়া না হয়, তা নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছে হিন্দুত্ববাদী সংগঠনটি। আর এই ইস্যুতে বারেবারেই সামনে এসেছে বিজেপিশাসিত কর্ণাটকের একাধিক ঘটনা।

ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন

About author

Articles

সমাজ ও সংস্কৃতির বাংলা আন্তর্জাল পত্রিকা ‘নিবিড়’। বহুস্বর এবং জনগণের সক্রিয়তা আমাদের রাজনৈতিক অবস্থান।
নিবিড় ডেস্ক
Related posts
খবরদেশ

প্রধানমন্ত্রীর উদ্বোধনের ৬ দিনের মধ্যেই বৃষ্টিতে ডুবল ৮,০০০ কোটির রাস্তা, ক্ষোভ যাত্রীদের

মাত্র ছয় দিন আগেই ধুমধাম করে কর্ণাটকের বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়ে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র এক রাতের বৃষ্টিতেই ডুবে গেল সেই ঝাঁ চকচকে এক্সপ্রেসওয়ে। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। ১১৮ কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ে অনেক…
Read more
খবরদেশ

মন্দিরে বিয়ে সারলেন মুসলিম যুগল, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

সমাজকে বার্তা দেওয়াই ছিল লক্ষ্য। তাই এক মুসলিম যুগল বিয়ে সারলেন হিন্দু মন্দিরে। ঘটনাটি ঘটেছে গত রবিবার হিমাচল প্রদেশের সিমলা জেলার রামপুরে। বিশ্ব হিন্দু পরিষদের অধীনে থাকা ঠাকুর সত্যনারায়ণ মন্দির চত্বরে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।…
Read more
খবরদেশ

মসজিদের মতো দেখতে যাত্রী প্রতীক্ষালয়, গুঁড়িয়ে দেওয়ার হুমকি বিজেপি নেতার

মসজিদের আদলে তৈরি এক বাস স্ট্যান্ড নিয়ে নেতার মন্তব্য, যদি সেগুলো ভেঙে না ফেলা হয়, তবে তিনিই বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবেন। আর এই মন্তব্যে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সে-রাজ্যের এই বিশেষ যাত্রী প্রতীক্ষালয়ের ছবিটি বেশ…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *