বৃহস্পতিবার কলকাতা পুরসভায় যে পেনশন বন্ধের নোটিস টাঙানো হয়েছিল, তা সম্পূর্ণ ভুল। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়ে দিলেন মেয়র ফিরহাদ হাকিম। যদিও পুরসভায় টাকার সঙ্কট যে রয়েছে একথাও স্বীকার করে নিয়েছেন তিনি।
পুরসভার টাউনে হলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ওই বৈঠকেই পেনশন বন্ধের নোটিস নিয়ে উত্তর দেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, পেনশন যাঁদের পাওয়ার কথা তাঁরা পাচ্ছেন। যাঁদের পেনশন পাওয়া নিয়ে কিছু অফিসিয়াল কাজ বাকি রয়েছে, তাঁদের একটু দেরি হচ্ছে। নোটিস প্রসঙ্গে তিনি বলেন, কে নোটিস দিয়েছে, তদন্ত হচ্ছে।
কমিশনারকেও জানানো হয়েছে বিষয়টি। তাঁর দাবি, ১০০০ কোটি টাকার ক্রাইসিস আছে কলকাতা পুরসভার। কিন্তু তার মানে এই নয় যে পেনশন বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, হঠাৎ একটি নোটিশ ঘিরে শোরগোল পড়ে যায় চারিদিকে। তাতে বলা ছিল, ২০২১ সালের সেপ্টেম্বরের পর যে পুরকর্মীরা অবসর নিয়েছেন, পুরসভার তহবিলের সঙ্কটের জন্য তাঁদের অবসরকালীন সুযোগ-সুবিধা ও পেনশনের টাকা আপাতত দেওয়া যাচ্ছে না।
তবে পেনশনের টাকা হাতে না পেয়ে বর্তমানে অনিশ্চয়তায় ভুগছেন অবসরপ্রাপ্তদের অনেকেই। মেয়র হিসাবে শপথ নেওয়ার দিনই ফিরহাদ হাকিম বলেছিলেন, ‘‘শপথ নেওয়ার এই মুহূর্তে ৭০০ কোটি টাকা ঋণের বোঝা রয়েছে পুরসভার মাথায়।’’ মেয়রের সে দিনের সেই মন্তব্যেই বোঝা গিয়েছিল, পুরসভার আর্থিক অবস্থা কতটা খারাপ।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
