রেল অবরোধের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। উত্তরবঙ্গের একাধিক জায়গায় সকাল থেকে চলছে রেল অবরোধ। মতাপুর প্রোগ্রেসিভ পার্টি যৌথমঞ্চের ডাকে চলছে রেল রোকো। কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেস থেকে শুরু করে কামরূপ এক্সপ্রেস সহ একাধিক জায়গায় রেল অবরোধের জেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা।
কোচবিহার, জলপাইগুড়ি, মালদহে চলছে রেল অবরোধ। সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আন্দোলন। রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির যৌথমঞ্চের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।
১২ ঘণ্টার রেল অবরোধের ডাক দিয়েছেন তাঁরা। ময়নাগুড়ি স্টেশন, কোচবিহার স্টেশনে অবরোধ শুরু করেছেন তাঁরা। এমনকী মালদহেও একাধিক জায়গায় চলছে রেল অবরোধ। সকাল ৬টা থেকে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড়িয়ে আছে আপ ব্রহ্মপুত্র এক্সপ্রেস।
ধূপগুড়িতে দাঁড়িয়ে আছে ডাউন অবধ-অসম এক্সপ্রেস। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জল নেই খাবার নেই। পর্যটনের মরশুমে উত্তরবঙ্গে পর্যটকরা ভিড় করেছেন। এই সব স্টেশনে একাধিক জায়গায় ট্রেন আটকে থাকার কারণে তাঁরা দুর্ভোগে পড়েছেন। খাবার জল না পেয়ে তীব্র সংকটে পড়েছেন তাঁরা।
নিউ কোচবিহার, গুমানি হাট, ঘোকসাডাঙা স্টেশনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী । ময়নাগুড়িতে অবরোধে আটকে পড়ায় বহু ট্রেন আসতে পারছে না। অনেকেই ট্রেন থেকে নেমে বিকল্প পথের সন্ধান করছে। এই নিয়ে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছে।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
