ডেল্টা স্ট্রেনকে রুখতে সক্ষম কোভ্যাক্সিন। চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল শেষে শনিবার এমনই দাবি করেছে এই টিকার প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক। সেক্ষেত্রে কার্যকারিতা ৬৫.২ শতাংশ কার্যকর বলে জানা গিয়েছে। শুধু তাই নয় করোনা উপসর্গ যুক্ত রোগীদের ক্ষেত্রে ৯৩.৪ শতাংশ কার্যকর বলে থার্ড ট্রায়ালে প্রকাশ্যে এসেছে তথ্য। ট্যুইট করে এই তথ্য জানিয়েছে ভারত বায়োটেক।
এদিন ভারত বায়োটেক জানায়, করোনা টিকার ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬৫.২ শতাংশ কার্যকর কোভ্যাক্সিন। ডেল্টা ছাড়া B.1.617.1 (কাপা), B.1.1.7 (অ্যালফা), B.1.351 (বিটা), P2- B.1.1.28 (গামা) ভ্যারিয়েন্টের উপরও কার্যকর কোভ্যাক্সিন। ১৩০ জনের উপর করা পরীক্ষার ফলাফল খতিয়ে দেখে এই দাবি করা হয়েছে। টিকা কতটা নিরাপদ তারও একটা তথ্য তুলে ধরেছে ভারত বায়োটেক। পরীক্ষা করে দেখা গিয়েছে, এই টিকা ব্যবহারের পর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার হার ১২ শতাংশ। ০.৫ শতাংশেরও কম ক্ষেত্রে গুরুতর প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংস্থার দাবি, সর্বোপরি যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে তা অন্যান্য কোভিড টিকার তুলনায় খুবই কম।
ভারত বায়োটেকের প্রধান ডঃ কৃষ্ণা ইলা দাবি করেন, এই টিকা নিয়ে আশার আলো দেখতে পাবে ভারতের মতো অন্যান্য উন্নয়শীল দেশগুলি। উল্লেখ্য, এখনও পর্যন্ত ব্রাজিল, ফিলিপিন্স, ইরান, মেক্সিকো সহ মোট ১৬টি দেশে জরুরিভিত্তিতে প্রয়োগের অনুমোদন পেয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না পাওয়ায় এখনও এই টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে ইউরোপের দেশগুলি।
নিবিড় ডেস্ক
