আগামী মাসেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ত্রস্ত গোটা ভারত। সংক্রমণ রুখতে কড়া প্রশাসনও। বাতিল করা হচ্ছে একের পর এক ধর্মীয় সমাগম। আর এসবের মধ্যেই নতুন করে চিন্তা বাড়াল ভারতের করোনা গ্রাফ। মঙ্গলবারের করোনা রিপোর্টে যেখানে দেখা গিয়েছিল, মৃতের সংখ্য়া অনেকটাই কমেছে, সেখানে আজ এক লাফে দশগুণেরও বেশি বাড়ল সেই সংখ্যা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯৮ জনের। যেখানে গতকাল, অর্থাৎ মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৭৪। অর্থাৎ, গত ২৪-ঘণ্টায় মৃত্যুহার বেড়েছে ১০ গুণের বেশি। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪৯৯। বুধবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ১৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭। বর্তমানে দেশের পজিটিভিটি রেট ২.২৭ শতাংশ।
তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে মানুষ দীর্ঘদিন গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমেছে অ্যাকটিভ কেস। যদিও গত ২৪ ঘণ্টায় সমস্ত গ্রাফই উদ্বেগজনক। গত কয়েক দিন অ্যাকটিভ কেস নিম্নমুখী হলেও স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৭ হাজার ১৭০ জন। এসব চিন্তার মাঝেই অবশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।
নিবিড় ডেস্ক
