মাত্র ছয় দিন আগেই ধুমধাম করে কর্ণাটকের বেঙ্গালুরু-মাইসুরু হাইওয়ে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাত্র এক রাতের বৃষ্টিতেই ডুবে গেল সেই ঝাঁ চকচকে এক্সপ্রেসওয়ে। এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ নিত্যযাত্রীরা।
১১৮ কিলোমিটার দীর্ঘ এই হাইওয়ে অনেক ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন হয়েছে। কিন্তু ৬ দিনের মাথায় এমন ঘটনায় মুখ পুড়েছে কর্নাটকের বিজেপি সরকারের। রামানাগারা অঞ্চলে হাইওয়ের অবস্থা সবচেয়ে খারাপ। জলমগ্ন থাকার কারণে গাড়ির গতি শ্লথ হয়ে গিয়েছে। ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে।
এক্সপ্রেসওয়েটি উদ্বোধনের জন্য প্রস্তুত ছিল কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, সামনেই ভোট, তাই জনগণের মন জয় করতে পুরোপুরি তৈরি হওয়ার আগেই ব্রিজটি উদ্বোধন করে দিয়েছেন প্রাধানমন্ত্রী। বিকাশ নামের এক নিত্যযাত্রী সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমার মারুতি সুইফ্ট গাড়িটি জলমগ্ন ব্রিজে অর্ধেক ডুবে গিয়েছিল। এটি বন্ধ হয়ে গিয়েছিল। পেছন থেকে আসা একটি লরি আমার গাড়িতে ধাক্কা দেয়। এর জন্য দায়ী কে?”

এই হাইওয়ে উদ্বোধন করতে গিয়েই ভোটমুখী কর্নাটকে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছিলেন মোদী। বলেছিলেন, ‘কংগ্রেস কবর খুঁড়ছে আর আমি রাস্তা বানাচ্ছি।’ আট হাজার ৮৪০ কোটি টাকা খরচ হয়েছে এই হাইওয়ে তৈরি করতে। কিন্তু উদ্বোধনের ছ’দিনের মাথাতেই সব জৌলুস জল হয়ে গেল।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
