কলকাতাখবরখেলাদেশরাজ্য

সরকার জানিয়েছে চাকরি দেওয়া যাবে না, অন্ধকারেই ‘জোম্যাটো গার্ল’ পৌলমীর জীবন

কিছুকাল আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পৌলমী অধিকারীর নাম অনেকেরই মনে থাকবে। বিভিন্ন বয়স ভিত্তিক টুর্নামেন্টে ভারতের জার্সি গায়ে চাপানোরও সুযোগ পেয়েছিলেন। কিন্তু ভাগ্যের ফেরে আজ তিনি জোম‍্যাটোর ডেলিভারি গার্ল।

তার একটি সাক্ষাৎকার ফেসবুকে ভাইরাল হয় যার পরে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি সেলিব্রেটি হয়ে গিয়েছিলেন তিনি। ডেলিভারি দেওয়ার মাঝে তার পায়ে বল নাচানোর ভিডিও নেটিজেনদের মন কেড়েছিল।রাজ্যের ক্রীড়ামন্ত্রীও আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত তার আর্থিক সমস্যার সুরাহা হয়নি।

ভিডিওতে আফসোস করে বলতে শোনা গিয়েছিল, “কেন ফুটবলের জন্য এত কষ্ট করতে গেলাম সেটা এখন মাঝেমধ্যে ভাবি! পেট চালানোর জন্য একপ্রকার বাধ্য হয়ে এই পেশাকে বেছে নিয়েছি।” বেহালার শিবরামপুরের বাসিন্দা পৌলমী ভারতের অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ দলের হয়ে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, শ্রীলঙ্কা সমস্ত জায়গায় ফুটবল খেলেছেন।

বেহালার বাড়িতে সাজানো রয়েছে সেই সমস্ত প্রতিযোগিতা থেকে প্রাপ্ত শংসাপত্র ও মেডেলগুলি। তাকে আইএফএ থেকে একটি চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই চাকরি ছিল অস্থায়ী এবং বাড়ি থেকে বহু দূরে। বেতনও ছিল না পর্যাপ্ত। তাই সেই চাকরির প্রস্তাবে না করে দিয়েছিলেন পৌলমী।

শনিবার অরূপ বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা পৌলমীর আবেদন খতিয়ে দেখেছি, কিন্তু সেটি দেখে মনে হয়েছে তাঁকে কোনওভাবেই সরকারি চাকরি দেওয়া যাবে না। কারণ তিনি গৃহহীনদের বিশ্বকাপ খেলেছেন। সেটি রাজ্য সরকারের স্পোর্টস কোটার শর্তে নেই। তবুও আমরা পৌলমীকে ক্যাজুয়াল পোস্টে সি গ্রুপের একটি চাকরি দিয়েছিলাম। ওই পদে বেতন ছিল ১৩ হাজার ৬০০ টাকা। কিন্তু তিনি ওই পদে চাকরি করবেন না জানিয়ে দিয়েছেন।’’

ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন

About author

Articles

সমাজ ও সংস্কৃতির বাংলা আন্তর্জাল পত্রিকা ‘নিবিড়’। বহুস্বর এবং জনগণের সক্রিয়তা আমাদের রাজনৈতিক অবস্থান।
নিবিড় ডেস্ক
Related posts
খবরদেশবিদেশ

মার্কিন মুলুকে শুরু গণ-ছাঁটাই, বেকায়দায় তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মরত ভারতীয়রা

লাগাতার বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় কমানো এবং ভোক্তার দিক থেকে চাহিদা কমে যাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানিকেই কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিতে হচ্ছে। এ পরিস্থিতিতে সবচেয়ে কঠিন অবস্থার সম্মুখীন হচ্ছেন এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে…
Read more
খবরদেশ

ছোটদের অঙ্ক শেখানোই নেশা, লাখ টাকার চাকরি ছেড়েছেন এই আইআইটি স্নাতক

জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা দিয়ে আইআইটি গুয়াহাটিতে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলেন। সেখান থেকে পাশ করে বেরোনোর পর বহুজাতিক সংস্থায় চাকরি পেয়েছিলেন। লক্ষ টাকা বেতন। কিন্তু তিনি যে অঙ্ক কষতে ভালবাসেন। শুধু তাই-নয়, ছাত্রছাত্রীদের পড়াতেও ভালবাসেন। তাই…
Read more
খবরদেশ

ডেলিভারি বয়দের জন্য এবার আলাদা রেস্ট রুম, আদৌ কি মিলবে বিশ্রাম!

ঘরে বসে ভালমন্দ খেতে ইচ্ছে করছে? কিন্তু কষ্ট করে রেস্তরাঁ অব্দি যাওয়ার মেজাজ নেই? মন আর মুখের এই দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছে ফুড ডেলিভারি অ্যাপগুলি। রাতবিরেতে গ্রাহকদের রসনায় তৃপ্তি ঘটাতে প্রিয় খাবার এনে দোরগোড়ায় হাজির হয়ে…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *