খবরদেশবিদেশ

অক্সফোর্ড অভিধানে স্থান পেল ৮০০ ভারতীয় শব্দ, তালিকায় রয়েছে ‘দেশ’, ‘বিন্দাস’

অক্সফোর্ড অভিধানে জায়গা করে নিল মোট ৮০০টি ভারতীয় শব্দ। সেই তালিকায় রয়েছে ‘দেশ’, ‘বিন্দাস’, ‘দিয়া’র মতো বহু ভারতীয় শব্দ। ব্রিটিশ অভিধানের তরফে জানানো হয়েছে, ইংল্যান্ড ও আমেরিকার পর ভারতীয় ইংরাজিকেই গুরুত্ব দেওয়া হয় তাদের তরফে।

তবে লিখিত অভিধান নয়, অডিও অভিধানে জায়গা করে নিয়েছে ভারতীয় শব্দগুলি। ভারত ছাড়াও মোট ১৬টি দেশের ইংরাজি শব্দ রাখা হয়েছে অক্সফোর্ডের এই অডিও অভিধানে। ২০১৬ সাল থেকেই এই অডিও অভিধান তৈরির কাজ শুরু করেছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।

অডিও অভিধানের জন্য ভারতীয় ইংরাজি শব্দ বাছাই করা বেশ কঠিন ছিল বলে জানিয়েছেন ক্যাথারিন। তবে শেষ পর্যন্ত একসঙ্গে অনেকগুলি ভারতীয় শব্দকে অভিধানে জায়গা দিতে পেরে খুবই খুশি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের কর্তৃপক্ষ।

কারণ হিসাবে জানানো হয়েছে, নানা দেশের সংস্কৃতি ফুটে ওঠে তাদের ভাষার মাধ্যমে। একসঙ্গে সমস্ত দেশের সংস্কৃতি ও শব্দের মাধ্যমে আরও সমৃদ্ধ হবে ইংরাজি ভাষা। অডিও অভিধানে প্রথমে এই শব্দগুলি শোনা যাবে।

তারপরে ইংরাজি ভাষায় এই শব্দগুলির অর্থ দেখতে পাবেন। ভারত ছাড়া নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দেশগুলি থেকেও স্থানীয় শব্দ নেওয়া হয়েছে এই অভিধানে। এই শব্দগুলির মাধ্যমে আরও অনেক মানুষের কাছে ইংরাজি ভাষা পৌঁছে যাবে, আশাবাদী অক্সফোর্ড কর্তৃপক্ষ। 

ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন

About author

Articles

সমাজ ও সংস্কৃতির বাংলা আন্তর্জাল পত্রিকা ‘নিবিড়’। বহুস্বর এবং জনগণের সক্রিয়তা আমাদের রাজনৈতিক অবস্থান।
নিবিড় ডেস্ক
Related posts
খবরদেশ

‘৬০০ মাদ্রাসা বন্ধ করেছি, আরও করব’, ফের 'হুমকি' হিমন্ত বিশ্বশর্মার

রাজ্যে ৬০০ মাদ্রাসা বন্ধ করেছেন, দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি এও জানান, ভবিষ্যতে সবক’টি মাদ্রাসাই বন্ধ করে দেবেন কারণ তিনি চান তার পরিবর্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হোক। এ বছর কর্নাটকের বিধানসভা নির্বাচন রয়েছে।…
Read more
ফিচারমনন-অনুধাবন

সন্দীপ দত্ত সেই ‘সেরিব্রাল’ পাঠকদের একজন, যাঁর ব্যক্তিগত দুনিয়া বৃহৎ-উদার

সন্দীপ দত্তের সঙ্গে প্রথম কথা হয় ২০১৫ সালের কোনো এক বসন্তে। আমি তখন পাটুলির এক মেসে থাকতাম। সেদিন সন্ধেবেলা ‘আঙ্গিক’ পত্রিকা থেকে আমার নম্বর পেয়ে ফোন করেছিলেন এটা জানাতে যে, ‘আঙ্গিক’-এর ঋতুপর্ণ ঘোষ সংখ্যাটি ওঁর…
Read more
কলকাতাখবরদেশরাজ্যশিল্প-সংস্কৃতিসাহিত্য

একক উদ্যোগে গড়া লাইব্রেরি-গবেষণা কেন্দ্র! লিটল ম্যাগাজিন আন্দোলনের সহযোদ্ধা সন্দীপ দত্ত

‘কৃত্তিবাস’ থেকে শুরু করে ‘চিত্রভাষ’। ‘কৌরব’ থেকে শুরু করে ‘শতভিষা’। বইয়ের তাকে থরে থরে সাজানো জানা-অজানা অজস্র ছোটো পত্রিকা। কথা হচ্ছে লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্রের সম্পর্কে। কলেজস্ট্রিটের টেমার লেনের এই বাড়ি ছোট পত্রিকার…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *