খবরদেশ

‘৬০০ মাদ্রাসা বন্ধ করেছি, আরও করব’, ফের ‘হুমকি’ হিমন্ত বিশ্বশর্মার

রাজ্যে ৬০০ মাদ্রাসা বন্ধ করেছেন, দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি এও জানান, ভবিষ্যতে সবক’টি মাদ্রাসাই বন্ধ করে দেবেন কারণ তিনি চান তার পরিবর্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হোক।

এ বছর কর্নাটকের বিধানসভা নির্বাচন রয়েছে। তার প্রচারে কর্নাটকের বেলগাভির শিবাজি মহারাজ গার্ডেনে সমাবেশে যোগ দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, বাংলাদেশ থেকে লোকজন অসমে ঢোকে এবং আমাদের সভ্যতা ও সংস্কৃতির ক্ষতিসাধন করে।

গত বছর বিশ্বশর্মা দাবি করেছিলেন, জঙ্গি কার্যকলাপের ডেরা হয়ে উঠেছে অসম। আল কায়দার সঙ্গে সম্পর্কযুক্ত পাঁচটি জেহাদি মডিউল বাংলাদেশে ধরা পড়েছিল সে সময়। গোয়েন্দা দফতরে সূত্রে খবর, ২০১৬ থেকে ১৭-র মধ্যে বাংলাদেশ থেকে অন্তত ৬ জন আনসারুল্লা বাংলা টিমের (বাংলাদেশি জঙ্গি সংগঠন) সদস্য বেআইনি ভাবে অসমে অনুপ্রবেশ করেছিল।

বেলগাভির সমাবেশে কংগ্রেসকেও একহাত নেন বিশ্বশর্মা। তাঁর মতে, কংগ্রেস চিরকাল দেখিয়েছে ভারতের ইতিহাস মানেই মুঘল সম্রাটদের ইতিহাস। এককালে দিল্লির শাসক মন্দির ধ্বংসের কথা বলত। কিন্তু এখন প্রধানমন্ত্রী মোদির শাসনে মন্দির নির্মাণের কথা বলছি। এটাই নতুন ভারত। কংগ্রেস এই নতুন ভারতকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে।

বিশ্বশর্মা আরও জানান, ভারতের ইতিহাসে রয়েছেন ছত্রপতি শিবাজি মহারাজও। বিজেপি নেতা বলেন, কংগ্রেস এবং কমিউনিস্টরা দেখায়, ভারতের ইতিহাস মানেই বাবর, আওরঙ্গজেব এবং শাহজাহান। আমি বলতে চাই, ভারতের ইতিহাস ওদের নিয়ে নয়, বরং ছত্রপতি শিবাজি মহারাজ, গুরু গোবিন্দ সিংদের।

ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন

About author

Articles

সমাজ ও সংস্কৃতির বাংলা আন্তর্জাল পত্রিকা ‘নিবিড়’। বহুস্বর এবং জনগণের সক্রিয়তা আমাদের রাজনৈতিক অবস্থান।
নিবিড় ডেস্ক
Related posts
কলকাতাখবররাজ্য

‘বাংলা ভাষা বিলুপ্তপ্রায়’, ইংরাজি মাধ্যম স্কুলে শিক্ষিকার ছাঁটাইয়ের চিঠি নিয়ে তুঙ্গে বিতর্ক

‘বাংলা ভাষা বিলুপ্তপ্রায়। তাই আপনাকে আর দরকার নেই।’ কলকাতার এক ইংরাজি মাধ্যম স্কুলে কর্মরত এক বাংলা শিক্ষিকার চাকুরি ছেদের চিঠির এহেন বয়ান দেখে নিন্দার ঝড় উঠেছে নাগরিক সমাজে। প্রশ্ন উঠেছে, খাস বঙ্গভূমেই কি বাংলাভাষা ব্রাত্য…
Read more
খবররাজ্য

বিএড করেও মেলেনি চাকরি, জঙ্গলমহলে বিনামূল্যে পাঠশালা চালাছেন ঈমানী মুর্মু

গ্রামে স্কুল থাকলেও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে আসা ছেলে-মেয়েরা পড়াশোনার থেকে এখনও বঞ্চিত। তাঁদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন আদিবাসী তরুণী ঈমানী মুর্মু। পশ্চিম বর্ধমানের কাঁকসা জঙ্গলমহলের আদিবাসী গ্রাম মোলডাঙা। সেখানে প্রায় একশো আদিবাসী…
Read more
কলকাতাখবররাজ্য

দোলের দিনেও একা অবস্থানে শিক্ষক! মেলেনি বেতন, বিপাকে অস্থায়ী বৃত্তিশিক্ষকরা

গোটা শহর মেতে উঠেছে রঙের উৎসবে। এসবের মাঝেই অন্য ছবি ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে। কাঠফাটা রোদ মাথায় নিয়ে সেখানে বসে এক যুবক। চারপাশে ব্যানার, পোস্টার। দেখেই বোঝা যায়, প্রতিবাদের মঞ্চ। মঞ্চে লাগাতার অবস্থান চলছে, আজ…
Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *