রাজ্যে ৬০০ মাদ্রাসা বন্ধ করেছেন, দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি এও জানান, ভবিষ্যতে সবক’টি মাদ্রাসাই বন্ধ করে দেবেন কারণ তিনি চান তার পরিবর্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় হোক।
এ বছর কর্নাটকের বিধানসভা নির্বাচন রয়েছে। তার প্রচারে কর্নাটকের বেলগাভির শিবাজি মহারাজ গার্ডেনে সমাবেশে যোগ দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, বাংলাদেশ থেকে লোকজন অসমে ঢোকে এবং আমাদের সভ্যতা ও সংস্কৃতির ক্ষতিসাধন করে।
গত বছর বিশ্বশর্মা দাবি করেছিলেন, জঙ্গি কার্যকলাপের ডেরা হয়ে উঠেছে অসম। আল কায়দার সঙ্গে সম্পর্কযুক্ত পাঁচটি জেহাদি মডিউল বাংলাদেশে ধরা পড়েছিল সে সময়। গোয়েন্দা দফতরে সূত্রে খবর, ২০১৬ থেকে ১৭-র মধ্যে বাংলাদেশ থেকে অন্তত ৬ জন আনসারুল্লা বাংলা টিমের (বাংলাদেশি জঙ্গি সংগঠন) সদস্য বেআইনি ভাবে অসমে অনুপ্রবেশ করেছিল।

বেলগাভির সমাবেশে কংগ্রেসকেও একহাত নেন বিশ্বশর্মা। তাঁর মতে, কংগ্রেস চিরকাল দেখিয়েছে ভারতের ইতিহাস মানেই মুঘল সম্রাটদের ইতিহাস। এককালে দিল্লির শাসক মন্দির ধ্বংসের কথা বলত। কিন্তু এখন প্রধানমন্ত্রী মোদির শাসনে মন্দির নির্মাণের কথা বলছি। এটাই নতুন ভারত। কংগ্রেস এই নতুন ভারতকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে।
বিশ্বশর্মা আরও জানান, ভারতের ইতিহাসে রয়েছেন ছত্রপতি শিবাজি মহারাজও। বিজেপি নেতা বলেন, কংগ্রেস এবং কমিউনিস্টরা দেখায়, ভারতের ইতিহাস মানেই বাবর, আওরঙ্গজেব এবং শাহজাহান। আমি বলতে চাই, ভারতের ইতিহাস ওদের নিয়ে নয়, বরং ছত্রপতি শিবাজি মহারাজ, গুরু গোবিন্দ সিংদের।
ভালোবাসার পক্ষে থাকুন, নিবিড়-এর সঙ্গে থাকুন
